17 C
আবহাওয়া
৯:১৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৯, ২০২৪
Bnanews24.com
Home » ফেনীতে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ফেনীতে উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত


বিএনএ, ফেনী : ফেনীর ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সোমবার (১১ ডিসেম্বর ) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার ও ফেনী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপন,জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য মিজানুর রহমান মজুমদার, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল,ছাগলনাইয়া পৌরসভা মেয়র এম মোস্তফা।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রধান করেন উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আনোরুল ইসলাম ফারুক,পাঠাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল,রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মজুমদার,উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মেম্বার,মহামায়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গরীব শাহ হোসেন বাদশা চৌধুরী,উপজেলা ছাত্রলীগের সভাপতি মুন্সি মোরশেদ আলম ও আ’লীগ নেতা আশরাফ হোসেন তারা মিয়া।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হক ও তাইজুল ইসলাম মামুন, দপ্তর বিষয় সম্পাদক আব্দুল বাকী চৌধুরী শিমুল,আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক আহমেদ মাহী রাসেল, ধর্ম বিষয়ক সম্পাদক ইলিয়াস হোসেন সোহাগ,শুভপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান মজনু ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সেলিম, পৌর কাউন্সিল মোজাহারুল ইসলাম মুছা ও হাবিবুর রহমান মজুমদার সহ আওয়ামী লীগ ও অঙ্গ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিএনএনিউজ/এবিএম নিজাম উদ্দিন/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ