24 C
আবহাওয়া
১১:১৩ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে যৌথবাহিনীর ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে যৌথবাহিনীর ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে যৌথবাহিনীর ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের নগরের কোতোয়ালী থানার হাজারী গলিতে যৌথবাহিনীর ওপর অ্যাসিড নিক্ষেপের ইন্ধনদাতা চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুমন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১১ নভম্বের) নগরের লাভ লেন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. রইছ উদ্দিন বলেন, হাজারী গলিতে যৌথবাহিনীর ওপর অ্যাসিড নিক্ষেপের ইন্ধনদাতা সুমন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। সুমন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রজনতার ওপরে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনার মামলার এজাহারভুক্ত আসামি।

এদিকে এক প্রেস বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, গত ৫ নভেম্বর ইসকনের বর্তমান কার্যক্রমের সমালোচনা করে মো. ওসমান নামের একজন দোকানদার কর্তৃক ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে নগরের হাজারী গলিতে ৫০০-৬০০ জন ইসকন সমর্থক ও সনাতন ধর্মাবলম্বী উক্ত দোকানিকে হত্যার উদ্দেশ্যে একত্রিত হয়ে তার দোকানে আক্রমণ করে। বিশৃঙখল পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং জনগণের জান-মাল রক্ষার্থে যৌথবাহিনী ঘটনাস্থলে গেলে কিছু বিক্ষুব্ধ ইসকন সমর্থক ও সনাতন ধর্মাবলম্বী যৌথবাহিনীর ওপর হামলা করে।

এসময় দুষ্কৃতকারীরা যৌথবাহিনীর সদস্যদের ওপর ইট-পাটকেল ও অ্যাসিড ছোড়ে। চট্টগ্রাম মহানগরীর আইনশৃঙখলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং জনগণের জান-মাল রক্ষার্থে যৌথবাহিনীর ওপর অ্যাসিড হামলার সঙ্গে জড়িত আক্রমণকারী ও পরিকল্পনাকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ