24 C
আবহাওয়া
১২:৩৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৪, ২০২৪
Bnanews24.com
Home » সাবেক এমপি শম্ভু ও ইয়াহিয়া চৌধুরী গ্রেফতার

সাবেক এমপি শম্ভু ও ইয়াহিয়া চৌধুরী গ্রেফতার

সাবেক এমপি শম্ভু ও ইয়াহিয়া চৌধুরী গ্রেফতার

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় বরগুনা-১ আসনের সাবেক সংসদ-সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু

এবং সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইয়াহিয়া চৌধুরী গ্রেফতার হয়েছেন।

সোমবার (১১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরা থেকে ধীরেন্দ্র দেবনাথকে গ্রেফতারের বিষয়টি  নিশ্চিত করেছেন ডিএমপির ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। আওয়ামী লীগের সাবেক সংসদ-সদস্য শম্ভুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলাসহ অন্যান্য বিষয়ে একাধিক মামলা রয়েছে।

গত ২৫ আগস্ট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তার ছেলে সুনাম দেবনাথের বিরুদ্ধে তদন্ত শুরু করে দুদক। তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের পাশাপাশি বিদেশে অর্থপাচারের অভিযোগ রয়েছে। শম্ভুর পৈতৃক বাড়ি বরগুনা সদর উপজেলার গভ. হাইস্কুল সড়ক এলাকায়। তিনি পেশায় আইনজীবী হলেও রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত।

এদিকে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার মামলায় রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার হয়েছেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ইয়াহিয়া চৌধুরী।

সোমবার দিবাগত রাত ১ টায় এক ক্ষুদে বার্তায় গণমাধ্যমকে ইয়াহিয়া চৌধুরীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব। এতে বলা হয়, যৌথভাবে এই অভিযান পরিচালনা করে র‍্যাব-১ ও র‍্যাব-৯।

উল্লেখ্য, ইয়াহিয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

বিএনএনিউজ২৪, এসজিএন, শাম্মী

Loading


শিরোনাম বিএনএ