বিএনএ, ময়মনসিংহ: ছুরিকাঘাতে আব্দুর রাজ্জাক রাকিব (২৪) নামে এক যুবক খুন ও দুই বাস চালক আহতের ঘটনায় মযমনসিংহে সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে।
রোববার (১২ নভেম্বর) সকাল থেকে ময়মনসিংহের সকল আঞ্চলিক সড়ক ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। নিহত আব্দুর রাজ্জাক রাকিব নগরীর ৩২ নম্বর ওয়ার্ড কালীবাড়ি এলাকার ওসমান গণির ছেলে।
আহতরা হলেন, একই এলাকার জায়েদ উদ্দিনের ছেলে সাদেক আলী (৩২) ও ৩৩ নম্বর ওয়ার্ডের চর ঝাউগড়া এলাকার মৃত আক্তার আলীর ছেলে শহিদ মিয়া (৪০)। আহত দু’জনই পেশায় বাস চালক। ময়মনসিংহ মটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন চানু এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার রাত ৮ টার দিকে ময়মনসিংহ-শম্ভুগঞ্জ সড়কের চায়না মোড় এলাকার টুলবক্সে বিনাকারণে আব্দুর রাজ্জাক রাকিব নামে এক যুবক খুন, বাস চালক সাদেক আলী ও শহিদ মিয়া আহতের ঘটনায় যান চলাচল বন্ধ রয়েছে। আমরা শ্রমিক ইউনিয়ন এই ঘটনার প্রতিবাদে মানববন্ধন করব। পরে যানবাহন ছেড়ে যাবে।
এ বিষয়ে মাসকান্দা বাস টার্মিনালের এনা পরিবহনের ম্যানেজার বলেন, শ্রমিক ইউনিয়নের নির্দেশে সকাল থেকে কোন বাস টার্মিনাল থেকে ছেড়ে যায়নি। তবে, ঢাকা থেকে ছেড়ে আসা বাস টার্মিনালে ঢুকছে। কখন বাস চলবে শ্রমিক ইউনিয়ন বলতে পারবে।
শনিবার (১১ অক্টোবর) রাত ৮ টার দিকে নগরীর চায়না মোড় এলাকার টুলবক্স এলাকায় নগরীর চরপাড়া এলাকার যুবলীগ নেতা শাওন পারভেজ ও তার নেতাকর্মীরা সাইড না দেয়ায় এক ট্রাক চালককে মারধর করছিল। এসময় ট্রাক চালককে মারধর করতে দেখে স্থানীয় বাস চালকসহ অন্যরা ঝগড়া থামাতে আসেন। এতে শাওন পারভেজ ও তার কর্মীরা ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে অস্ত্র বের করে কুপিয়ে ও ছুরিকাঘাতে আব্দুর রাজ্জাক রাকিব, সাদেক আলী, শহিদ মিয়া নামে ৩ জনকে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত ৩ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রাজ্জাক রাকিবকে মৃত ঘোষণা করেন এবং অপর দু’জনকে হাসপাতালে ভর্তি করেন।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, এই ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে। যান চলাচলের বিষয়ে শ্রমিক ইউনিয়নের নেতাদের সাথে আলোচনা হচ্ছে।
বিএনএ/ হামিমুর রহমান, ওজি