16 C
আবহাওয়া
১২:০৯ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » ঢাকায় আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

বিএনএ ডেস্ক: ঢাকা সফরে আসছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। আগামী ২৩ নভেম্বর বিকেলে তিন দিনের সফরে ঢাকায় পৌঁছাবেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রাশিয়ার কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বাংলাদেশ সফর এটি। লাভরভ মূলত ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) সম্মেলনে যোগ দিতে ঢাকায় আসছেন। তবে তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রীর। ২৫ নভেম্বর তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আইওআরএর সদস্য রাষ্ট্র ও সংলাপে অংশীদারদের ঢাকায় আমন্ত্রণ জানানো হয়েছে। অনেকেই আমন্ত্রণ পেয়ে সম্মেলনে যোগ দেয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীও ঢাকা সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আইওআরএর সম্মেলনে যোগ দেবেন।

সূত্র জানায়, বাংলাদেশ ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে দুই দেশের সহযোগিতা এগিয়ে নেয়ার বিষয়ে আলোচনা হবে। সের্গেই লাভরভের ঢাকা সফরে দুই দেশের মধ্যে নতুন কোনো চুক্তি হবে না। তবে এখন পর্যন্ত দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে এবং চূড়ান্ত পর্যায়ে রয়েছে এমন বিষয়গুলো নিয়ে বৈঠকে আলোচনা হবে।

কূটনৈতিক সূত্র জানায়, দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ের পাশাপাশি ইউক্রেন ইস্যুতে বাংলাদেশকে নিজেদের পক্ষে চাইবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

আইওআরএর বর্তমান সভাপতি বাংলাদেশ। ফলে বাংলাদেশের আয়োজনে আগামী ২২ ও ২৩ নভেম্বর সংগঠনটির জ্যেষ্ঠ কর্মকর্তাদের কমিটি সিএসওর বৈঠক ঢাকায় অনুষ্ঠিত হবে। আর ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এর সদস্য রাষ্ট্রগুলোর মন্ত্রী পর্যায়ের বৈঠক। সদস্য রাষ্ট্রগুলো ছাড়াও এ বৈঠকে যোগ দেবে আইওআরএর সংলাপের অংশীদাররা।

১৯৯৭ সালে গঠিত হওয়া আইওআরএর সদস্য রাষ্ট্রের সংখ্যা ২৩টি। এর সংলাপের অংশীদার হিসেবে রয়েছে ১০টি দেশ। ২০২১ সালের ১৭ নভেম্বর দুই বছরের জন্য আইওআরএর সভাপতি হয় বাংলাদেশ।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ