বিএনএ,ডেস্ক : করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বিশ্বে ৫৭৬ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আক্রান্ত হয়েছে দুই লাখ ৬৯ হাজার ৬৯৫ জন।
এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট মৃত্যু বেড়ে ৬৬ লাখ ১৩ হাজার ৪১৪ জন এবং শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ৬৩ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৭৬৪ জনে।
শনিবার (১২ নভেম্বর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমনের ঘটনা ঘটেছে জাপানে। জাপানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৭৪ হাজার ৯৩ জন এবং মারা গেছেন ৮১ জন। মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৩০ লাখ ৩০ হাজার ৩৩০ জন শনাক্ত এবং মারা গেছেন ৪৭ হাজার ৪১৭ জন।
বৈশ্বিক সংক্রমণে তালিকার তৃতীয় অবস্থানে থাকা ফ্রান্সে একদিনে সংক্রমিত হয়েছেন ২৬ হাজার ৩৫৩ জন এবং মারা গেছেন ৩৩ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৭০ লাখ ৯৪ হাজার ৪৪১ জন এবং মারা গেছেন ১ লাখ ৫৭ হাজার ৭০৪ জন।
যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১২ হাজার ২৩১ জন এবং মারা গেছেন ৩১ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৯৮ লাখ ৯০ হাজার ৫০৬ জন সংক্রমিত এবং মারা গেছেন ১১ লাখ ১২১ জন।
রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৬৭ জন এবং সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৫৫৪ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ১৪ লাখ ৮৯ হাজার ৭৪ জন এবং মারা গেছেন ৩ লাখ ৯০ হাজার ৯০২ জন।
দক্ষিণ কোরিয়ায় গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৫৪ হাজার ৫১৯ জন এবং মারা গেছেন ৪০ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ২ কোটি ৬০ লাখ ৯১ হাজার ৫৩৯ জন এবং মারা গেছেন ২৯ হাজার ৫৭১ জন।
বিএনএ/ ওজি