Bnanews24.com
Home » আফগানিস্তানে মসজিদে জুমার সময়ে ফের বিস্ফোরণ
আফগানিস্তান কভার সব খবর

আফগানিস্তানে মসজিদে জুমার সময়ে ফের বিস্ফোরণ

আফগানিস্তানে মসজিদে জুমার সময়ে ফের বিস্ফোরণ

বিএনএ,বিশ্ব ডেস্ক:  আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহর প্রদেশের অচিন গড় জেলার একটি মসজিদে শুক্রবার(১২নভেম্বর) জুমার নামাজের সময়ে ফের বোমা বিস্ফোরণ ঘটেছে। তিনজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। খবর তোলো নিউজ।

নানগারহর প্রদেশের মসজিদে একমাসের মধ্যে এটি দ্বিতীয় বোমা হামলা। আগের শিয়া মসজিদে বোমা হামলার জন্য আইএস-খোরাসান দায় স্বিকার করেছিল। আজকের ১২নভেম্বরের ঘটনার সময়ও(স্থানীয় সময় দুপুর দেড়টা) মসজিদ ভর্তি মুসল্লি ছিল।

আরও পড়ুন : আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের একটি শিয়া মসজিদে শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ৫০ জন নিহত

আফগানিস্তানে জুমার নামাজের সময় মসজিদে শক্তিশালী ফের আত্মঘাতি বোমা হামলা হয়েছে। এতে অন্তত ৩২ নিহত

স্থানীয় হাসপাতালের একজন ডাক্তার মসজিদের ঘটনায় তিনজন নিহত ও ১৫ জন আহত হবার বিষয়টি সংবাদ সংস্থা এপিকে নিশ্চিত করেন।

বিএনএনিউজ২৪,এসজিএন