19 C
আবহাওয়া
৭:৪২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » পোশাক শিল্পে কর্মরত ১০ শতাংশ নারীই অপুষ্টির শিকার

পোশাক শিল্পে কর্মরত ১০ শতাংশ নারীই অপুষ্টির শিকার


বিএনএ, গাজীপুর : গাজীপুর শিল্পাঞ্চলের বিভিন্ন  পোশাক শিল্প -কারখানায় কর্মরত নারী শ্রমিকদের শতকরা ১০ শতাংশই অপুষ্টিতে ভুগছেন। সুইজারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্রভড নিউট্রিশন (গেইন) এর এক গবেষণা তথ্য উঠে এসেছে।

বাংলাদেশে পোশাক শ্রমিকদের কর্মপরিবেশ উন্নয়নে কাজ করে গেইন।

গেইন জানায়, নারী শ্রমিকদের এই  অপুষ্টির কারণে কর্মদক্ষতা ও উৎপাদনশীলতা ১৫/২০ ভাগ পর্যন্ত কমে যেতে পারে।

এ ব্যাপারে গাজীপুর শিল্পাঞ্চলের বিভিন্ন  শ্রমিক ফেডারেশন বলছে, সরকার ও কারখানা মালিকদের আন্তরিকতা ও স্বদিচ্ছার অভাবে শ্রমিকরা পুষ্টিহীনতায় ভুগেন।

বিএনএনিউজ/এম. এস. রুকন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ