Bnanews24.com
Home » জাতীয় বিশ্ববিদ্যালয়ে এলএলবি ১ম পর্বের ভর্তি ১৭ অক্টোবর পর্যন্ত
শিক্ষা সব খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ে এলএলবি ১ম পর্বের ভর্তি ১৭ অক্টোবর পর্যন্ত

জাতীয় বিশ্ববিদ্যালয়ে

বিএনএ, গাজীপুর : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আইন কলেজে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রফেশনাল) এলএলবি ১ম পর্ব কোর্সে ভর্তি কার্যক্রম  আগামী  ১৭ অক্টোবর ২০২১ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে। মঙ্গলবার (১২ অক্টোবর)  দুপুরে  জাতীয় বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগ সূত্র গণমাধ্যমকে  এ তথ্য নিশ্চিত করেছেন।

বলা হয়েছে, গত ২৯ সেপ্টেম্বর বিকাল ৪টা থেকে  এ ভর্তি  কার্যক্রম শুরু হয়েছে। ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে  আবেদন ফরম পূরণ করে প্রাথমিক আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা সংশ্লিষ্ট কলেজে ১৮ অক্টোবর ২০২১ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে।

বিএনএনিউজ/ এস. এস.রুকন/ এইচ.এম।