17 C
আবহাওয়া
৮:৪৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » আনোয়ারায় পুকুরে ডুবে নিহত দুই শিশুর পরিবারকে অর্থসহায়তা

আনোয়ারায় পুকুরে ডুবে নিহত দুই শিশুর পরিবারকে অর্থসহায়তা

আনোয়ারায় পুকুরে ডুবে নিহত দুই শিশুর পরিবারকে অর্থসহায়তা

বিএনএ, আনোয়ারা : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তুষার মজুমদার ও তনুশ্রী মজুমদার নামে পুকুরে ডুবে মৃত্যু হওয়া দুই ছেলে মেয়ের পরিবারকে অর্থসহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিহত দুই শিশুর পিতা-মাতার হাতে নগদ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়।

অর্থসহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন। এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিরুল ইসলাম।

এসময় নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন বলেন, গত শনিবারে পুকুরে ডুবে উপজেলার বারখাইন ইউনিয়নের বাসিন্দা শ্যামল মজুমদারের দুই ছেলে ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়। তারা দুজন আনোয়ারা মডেল প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিলেন। খবর শুনে উপজেলা প্রশাসন গভীর শোক ও সমবেদনা জানান। নিহতের পরিবারের মাঝে দূর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রাণালয়ের পক্ষে আনোয়ারা উপজেলা প্রশাসন নগদ ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

বিএনএ/ নাবিদ, এমএফ

Loading


শিরোনাম বিএনএ