23 C
আবহাওয়া
১২:৪৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৪
Bnanews24.com
Home » শিক্ষা প্রতিষ্ঠানে সমস্যা হলে জানাতে বলেছে মাউশি

শিক্ষা প্রতিষ্ঠানে সমস্যা হলে জানাতে বলেছে মাউশি

এসএসসি-এইচএসসি পরীক্ষার নম্বর বিভাজন নির্দেশিকা প্রকাশ

বিএনএ ঢাকা: করোনা মহামারির কারণে দেড় বছর বন্ধ থাকার পর রোববার (১২ সেপ্টেম্বর) থেকে খুলে দেয়া হয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হলেও শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে কঠোর নির্দেশনা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। যদি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ধরনের সমস্যার সৃষ্টি হয় তা জানতে বলা হয়েছে।

রোববার মাউশির মহাপরিচালক ড. সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুকের সই করা এক নির্দেশনায় বলা হয়, কোভিড-১৯ অতিমারির সংক্রমণ কমে আসলেও তা সম্পূর্ণ নির্মূল হয়নি। এ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর শিক্ষা প্রতিষ্ঠানে কোভিড-১৯ এর কারণে কোনো প্রকার সমস্যার উদ্ভব হলে, তা দৈনিক ভিত্তিতে জানা এবং তাৎক্ষণিকভাবে সমস্যা সমাধানের উদ্যোগ নেয়ার লক্ষ্যে একটি মনিটরিং ছক প্রণয়ন করা হয়েছে।

প্রতিদিন বিকাল ৪টার মধ্যে সব আঞ্চলিক পরিচালক, আঞ্চলিক উপপরিচালক (মাধ্যমিক) ও জেলা শিক্ষা কর্মকর্তাদের তাদের আওতাধীন স্কুল ও কলেজ (সরকারি-বেসরকারি) মনিটরিং করে সমস্যা চিহ্নিত প্রতিষ্ঠানের তথ্য মাউশির ‘মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইং’য়ে পাঠাতে নির্দেশনায় বলা হয়েছে।

এদিকে, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর তার কার্যক্রম সম্পর্কে নজরদারি করতে সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি বলেন, নজরদারির জন্য প্রত্যেক জেলায় একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।কন্ট্রোল রুমের নম্বরগুলো সবাইকে জানিয়ে দেয়া হবে। যে কেউ এসব নম্বরে ফোন করে যদি জানান, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রকম সমস্যা আছে, তা সমাধানের ব্যবস্থা নেয়া হবে।

করোনা সংক্রমণ কমে আসায় গত ৫ সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার ঘোষণা দেয় সরকার। তখন জানানো হয়, সংক্রমণের হার দ্রুত কমছে। আর টিকাদান কার্যক্রমে গতি থাকায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর ধারাবাহিকতায় রোববার রাজধানীসহ সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হলো। এদিন সকাল থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে সশরীরে পাঠদান শুরু হয়।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ