27 C
আবহাওয়া
২:০৫ অপরাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » করোনার আজকের(১২সেপ্টেম্বর) খবর: আরও শনাক্ত ১৮৭১, মৃত্যু ৫১

করোনার আজকের(১২সেপ্টেম্বর) খবর: আরও শনাক্ত ১৮৭১, মৃত্যু ৫১


বিএনএ, ঢাকা: বাংলাদেশে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে কোভিড-১৯ রোগে গত ২৪ঘন্টায়(শনিবার সকাল ৮থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) ৫১ জনের মৃত্যু হয়েছে। সে সময় নতুন করে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন.১৮৭১ জন।

সোমবার(১২সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা আপডেট প্রেসবিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্য জানানো হয়।

আরও পড়ুন : করোনা আপডেট : বিশ্বে কমেছে মৃত্যু ও সংক্রমণ

করোনার আজকের খবর

এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ হাজার ৯৩১ জনে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৩০হাজার ৩৯৩ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ১১২টি নমুনা সংগ্রহ ও নমুনা পরীক্ষা করা হয় ২৫ হাজার ৭৪টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯২ লাখ ৪৬ হাজার ৭৩৩টি।

শনাক্তের হার ৭ দশমিক ৪৬

পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৭ দশমিক ৪৬ শতাংশ। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৬ দশমিক ৫৫ শতাংশ।এ ছাড়া ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৮৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৪ লাখ ৭৮ হাজার ৮২১ জন।

মৃত্যু: নারী ২২ ,পুরুষ ২৯

মৃত ৫১ জনের মধ্যে পুরুষ ২৯ ও নারী ২২ জন। মৃত ৫১ জনের মধ্যে ঢাকায় ১৯, চট্টগ্রামে ১৪, রাজশাহীতে ১, খুলনায় ৯, সিলেটে ৬, রংপুরে ১ ও ময়মনসিংহে ১ জন মারা গেছেন। বরিশাল বিভাগে কারো মৃত্যু হয়নি।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

পড়ুন : চট্টগ্রামে করোনায় আরও ৩ মৃত্যু , শনাক্ত ৫৩

বিএনএ/ ওজি, জিএন

 

Loading


শিরোনাম বিএনএ