20 C
আবহাওয়া
১:৫২ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

বিএনএ টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুর উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১১ সেপ্টেম্বর) মধ্যেরাতে উপজেলার ঢাকা-সখীপুর সড়কের প্রতিমা বংকী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন,নাটোরের লালপুর এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে আরাফাত হোসেন (৩১) ও দিনাজপুরের কুতুয়ালী এলাকার ফজলুর রহমানের দেলোয়ার হোসেন (২৮)।

আরাফাত একমি কোম্পানির এবং দেলোয়ার গ্লুটেক কোম্পানির রিপ্রেজেনটেটিভ হিসেবে সখীপুরে দায়িত্বরত ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আরাফাত ও দেলোয়ার একটি মোটরসাইকেলে করে সখীপুরের দিকে যাচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-সখীপুর সড়কের প্রতিমা বংকী দক্ষিণ চৌরাস্তা বাজার এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে  তাদের দুইজনের মৃত্যু হয়।

সখীপুর থানার এসআই শাহীন মিয়া  বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ দুইটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ দুর্ঘটনায় কাভার্ডভ্যানসহ কাভার্ডভ্যানের চালক ও হেলপারকে আটক করা হয় বলেও জানান তিনি।

বিএনএনিউজ/রিপন,আরকেসি

Loading


শিরোনাম বিএনএ