17 C
আবহাওয়া
৬:০০ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » টিউশন ফি’র বিষয়ে নমনীয় হতে  শিক্ষামন্ত্রীর নির্দেশ

টিউশন ফি’র বিষয়ে নমনীয় হতে  শিক্ষামন্ত্রীর নির্দেশ

টিউশন ফি’র বিষয়ে নমনীয় হতে শিক্ষামন্ত্রীর নির্দেশ

বিএনএ ঢাকা: স্কুলের টিউশন ফি’র জন্য অভিভাবকদের প্রতি নমনীয় হওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পাশাপাশি ইউনিফর্মের বিষয়ে চাপ না দিতে বলেন তিনি।

রোববার (১২ সেপ্টেম্বর)  আজিমপুর স্কুল অ‌্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘বর্তমানে করোনার পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ রয়েছে। এ অবস্থায় শিক্ষার্থীরা যদি তাদের ইউনিফর্মের বাইরে নিজেদের পছন্দমতো পোশাক পরে স্কুলে আসেন, তাহলে বাধা দেয়ার দরকার নেই। অনেক শিক্ষার্থীর ইউনিফর্ম স্বাভাবিক মাপমতো নেই। তাই এ বিষয়ে চাপ দেয়া যাবেনা।

দীপু মনি বলেন, করোনা সংক্রমনের হার কিছুটা কমে আসায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার উদ্যোগ নিয়েছে সরকার। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। যদি পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যায় তাহলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

সে সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মাহবুব মাহবুব হোসেন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের পরিচালক (স্কুল) বেলাল হোসাইন, আজিমপুর গার্লস স্কুল অ‌্যান্ড কলেজের প্রিন্সিপাল ও অন্যান্য শিক্ষক।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ