22 C
আবহাওয়া
৯:৫৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ইসরায়েলকে নিয়ে আমেরিকার ড্রোন টাস্কফোর্স

ইসরায়েলকে নিয়ে আমেরিকার ড্রোন টাস্কফোর্স


বিএনএ বিশ্বডেস্ক : ইহুদিবাদী ইসরায়েল এবং কয়েকটি আরব দেশকে সঙ্গে নিয়ে পারস্য উপসাগরে একটি যৌথ সমুদ্র ড্রোন টাস্কফোর্স গঠন করতে যাচ্ছে আমেরিকা। মধ্যপ্রাচ্যভিত্তিক মার্কিন পঞ্চম নৌবহর সম্প্রতি এ সিদ্ধান্ত নিয়েছে।

মার্কিন পঞ্চম নৌবহর বুধবার ঘোষণা করেছে যে, তারা একটি নতুন টাস্কফোর্স গঠন করবে যার সঙ্গে এয়ারবোর্ন, নৌ জাহাজ ও আন্ডারওয়াটার ড্রোন যুক্ত থাকবে। সমুদ্রে জাহাজে হামলার ঘটনা নিয়ে যখন ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব দেশ ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে উত্তেজনা চলছে তখন এই খবর বের হলো।

ইরানের নূর নিউজ এজেন্সি বলেছে, দীর্ঘ কয়েক বছর ধরে মধ্য এশিয়ায় মার্কিন সেনারা একের পর এক ব্যর্থতার পর নতুন কৌশল গ্রহণ করেছে এবং এর আওতায় লোকজনের মনোযোগ আকর্ষণ এবং তাদের উপস্থিতির বৈধতা দেয়ার লক্ষ্যে সমুদ্রভিত্তিক এই কথিত যৌথ টাস্ক ফোর্স গঠন করার তৎপরতা চালাচ্ছে।

তথ্যসূত্র: পার্সটুডে

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ