বিএনএ, চট্টগ্রাম :চট্টগ্রামের বন্দর থানায় ছিনতাইকারী ধরতে গিয়ে পুলিশের এক উপপরিদর্শক আবু সাঈদ ওরফে রানা ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছে। সোমবার দিবাগত রাত একটার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় অভিযানের সময় ছিনতাইকারী মো. শাকিল (ডাকনাম ‘চাকু শাকিল’) পুলিশের এসআইকে ঘাড় ও মাথায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
শাকিলের সঙ্গে কয়েকজন সহযোগীও ঘটনাস্থলে ছিলেন। আহত এসআইকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ অভিযান চালিয়ে ১৮ সহযোগীকে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে, তবে শাকিল এখনও পলাতক রয়েছে। শাকিলের বিরুদ্ধে ইতিমধ্যেই ১৫ থেকে ২০টি মামলা চলছিল।
বন্দর থানার ওসি আফতাব উদ্দিন গণাধ্যমকে ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘এসআইকে আঘাত করার পরও আমাদের অভিযান থামেনি। শিগগিরই মূল আসামিকেও ধরার ব্যবস্থা নেয়া হবে।’
বিএনএ/ ওজি/শাম্মী