32 C
আবহাওয়া
৪:২৩ অপরাহ্ণ - আগস্ট ১২, ২০২৫
Bnanews24.com
Home » মেয়াদ বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের

মেয়াদ বাড়ল জাতীয় ঐকমত্য কমিশনের


বিএনএ, ঢাকা: সরকার জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বৃদ্ধি করেছে। মন্ত্রিপরিষদ বিভাগের গতকাল সোমবার রাতে প্রকাশিত প্রজ্ঞাপনে জানানো হয়, এই কমিশনের কার্যকাল আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১২ ফেব্রুয়ারি সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। কমিশনকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য ছয় মাসের সময় দেওয়া হয়েছিল, যা আগামী ১৫ আগস্ট শেষ হওয়ার কথা ছিল।

এই কমিশনকে দেশের ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ বিবেচনা  গ্রহণের দায়িত্ব দেয়া হয়েছিল। এই দায়িত্বের অংশ হিসেবে জাতীয় ঐকমত্য কমিশন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চালিয়ে সংস্কার নিয়ে সমঝোতায় পৌঁছানোর কাজ করছে।

বিএনএ/ ওজি/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ