22 C
আবহাওয়া
৮:৪৭ অপরাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » তিন গান নিয়ে ফিরলেন সালমা

তিন গান নিয়ে ফিরলেন সালমা

salma

বিনোদন ডেস্ক: ক্লোজআপ ওয়ান তারকা মৌসুমী আক্তার সালমা। গান নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন তিনি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে থেমে যায় কনসার্ট ও গান রেকর্ডিংয়ের কাজ। এবার গান রেকর্ডিংয়ে ফিরলেন এই গায়িকা। তিনটি নতুন গান নিয়ে হাজির হচ্ছেন সালমা।

গত ৯ ও ১০ আগস্ট টানা তিনটি গান রেকর্ড করেন সালমা। জানান, প্রায় এক মাস পর আবারো নতুন গানের কাজে ফিরলেন তিনি।

সালমা বলেন, ‘১৩ জুলাইয়ের পর থেকে নতুন কোনো গানে কণ্ঠ দিতে পারিনি। একের পর এক রেকর্ডিংয়ের প্রস্তাব থাকলেও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে ঘর থেকে বের হইনি। অবশেষে গত দুদিনে তিনটি দারুণ গানে কণ্ঠ দিলাম। স্বাভাবিক জীবনে ফিরতে পেরে স্বস্তি লাগছে।’

এরমধ্যে ৯ আগস্ট সালমা কণ্ঠে তুলেন ‘আমি তোমার কি আর এমন লাগি’ শিরোনামের গান। রাসেল কবিরের কথায় গানটির সুর করেছেন মাসুদ টুটুল, সংগীতায়োজন করেছেন এইচ আর লিটন। ১০ আগস্ট রেকর্ড করেন রেজওয়ান শেখের সংগীত পরিচালনায় দুটি গান।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা


শিরোনাম বিএনএ