25 C
আবহাওয়া
২:১৭ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে অস্ত্রসহ কিশোর গ্যাং লিডার গ্রেপ্তার

চট্টগ্রামে অস্ত্রসহ কিশোর গ্যাং লিডার গ্রেপ্তার

চট্টগ্রামে অস্ত্রসহ কিশোর গ্যাং লিডার গ্রেপ্তার

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজানে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের লিডার মোহাম্মদ তারেককে (১৬)  গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে দেশিয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করা হয়।

বুধবার (১১ আগস্ট) রাতে উপজেলার  চিকদাইর ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ আ.লীগের অফিসের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার তারেক উপজেলার চিকদাইর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হাজী শামশু মিয়ার বাড়ীর মোহাম্মদ বারেকের ছেলে।  পেশায় সে রং মিস্ত্রির হেলপার।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, তারেক রংমিস্ত্রির হেলপারি কাজ করলেও সে কিশোর গ্যাংয়ের লিডার এবং অস্ত্রটি বিক্রির উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে বলে স্বীকার করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরীর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একটি অস্ত্র আইনের মামলা রুজু করে আজ (বৃহস্পতিবার) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ