21 C
আবহাওয়া
১১:২৩ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » ঝিনাইদহে ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত

ঝিনাইদহে ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত

ঝিনাইদহে ট্রাক চাপায় স্কুল ছাত্র নিহত

বিএনএ ঝিনাইদহ:ঝিনাইদহ সদর উপজেলায় ট্রাক চাপায় লিখন হোসেন (১১) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে।বৃহস্পতিবার(১২  আগস্ট)সকালে উপজেলার হাটগোপালপুরে বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিখন হোসেন উপজেলার পাইকপাড়া গ্রামের জিল্লু মিয়ার ছেলে বলে জানা গেছে। সে হাটগোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪ চতুর্থ শ্রেনীর ছাত্র ছিল।

ঝিনাইদহ থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান,সকালে স্কুলছাত্র লিখন হোসেন বাইসাইকেলে করে বাড়ি থেকে বাজারে আসছিল। পথে বাজারের সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ড এলাকায় পৌঁছালে মাগুরা থেকে ঝিনাইদহ অভিমুখী একটি রড বোঝায় ট্রাক তাকে চাপা দেয়।গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা লিখনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ট্রাকটি আটক গেলেও চালক ও হেলপার পলাতক রয়েছেন বলে জানান এমদাদুল হক।

বিএনএনিউজ/আতিক,আরকেসি

Loading


শিরোনাম বিএনএ