19 C
আবহাওয়া
১১:৪২ অপরাহ্ণ - জানুয়ারি ২৪, ২০২৫
Bnanews24.com
Home » রাঙামাটিতে ট্রলি উল্টে চালকের মৃত্যু

রাঙামাটিতে ট্রলি উল্টে চালকের মৃত্যু


বিএনএ, রাঙামাটি : রাঙ্গামাটির লংগদুতে ট্রলি উল্টে হাবিব আলম (২৫) নামে এক ট্রলি চালকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ জুলাই) দুপুরে বাগাচতর ইউনিয়নের মারিশ্যাচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মারিশ্যাচর এলাকায় নিচু জমিন থেকে উপরে উঠতে গিয়ে গাড়ির চাকা স্লিপ করলে চালক হাবিব গাড়ি থেকে লাফিয়ে পড়ে আহত হয়। তাৎক্ষণিক পাশে থাকা লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় ইবনে সিনা হাসপাতালে নিয়ে যায়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

ইবনে সিনা হাসপাতালের নিয়মিত চিকিৎসক মানসুরুর রহমান জানান, রোগীকে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখে নিশ্চিত হই, হাসপাতালে আসার আগেই তিনি মারা যান।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ট্রলি উল্টে এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিএনএ/ ছোটন, এমএফ/ হাসনাহেনা।

Loading


শিরোনাম বিএনএ