24 C
আবহাওয়া
৮:২৫ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » দিল্লি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার

দিল্লি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার

দিল্লি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার

বিএনএ,ঢাকা: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দিল্লি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার স্থাপন করেছে ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর)। সোমবার (১২ জুলাই)  আইসিসিআরের মহাপরিচালক দীনেশ কে পটনায়েক, এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক পি সি যোশি এ বিষয়ে একটি সমঝোতা স্মারকে সই করেন।

পাঁচ শিক্ষাবর্ষের জন্য এই সমঝোতা চুক্তি কার্যকর থাকবে। এছাড়াও উপস্থিত ছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার মোহাম্মদ ইমরান, ভারতীয় কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের প্রেসিডেন্ট বিনয় সহস্রবুদ্ধে, বাংলাদেশ দূতাবাস ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

ভারতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার মোহাম্মদ ইমরান বলেন, বাংলাদেশের স্বাধীনতা এবং ভারত-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মান জানিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রতিষ্ঠা আসলেই গৌরবের। এর মাধ্যমে সাংস্কৃতিক ঐতিহ্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারবো।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। তিনি বলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু চেয়ার’ প্রতিষ্ঠার মাধ্যমে ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যগত সম্পর্ক আরোও দৃঢ় হবে। এছাড়াও দুই দেশের শিক্ষার্থীদের সম্পর্ক স্থাপনের বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি।

বাংলাদেশ বিষয়ে অভিজ্ঞ বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি অধ্যাপক বা বিশেষজ্ঞদের দিয়ে এই ‘বঙ্গবন্ধু চেয়ার’ পরিচালিত হবে। এর আওতায় যেসব গবেষণা হবে, তাতে ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য এবং নৃবিজ্ঞান, বৌদ্ধশিক্ষা, ভূগোল, ইতিহাস, আধুনিক ভারতীয় ভাষা, সংগীত, চারুকলা, রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, সমাজবিজ্ঞানর মত বিষয়গুলো গুরুত্ব পাবে। ভারত ছাড়াও যুক্তরাজ্য, পোল্যান্ড, জার্মানি এবং থাইল্যান্ডেও রয়েছে ‘বঙ্গবন্ধু চেয়ার’।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ