বিএনএ,চট্টগ্রাম : ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে সন্ত্রাসী হামলা, ভাংচুর, দলিল ছিনতাই ও অধ্যক্ষসহ কর্মরত বিসিএস কর্মকর্তাদের ওপর হামলা এবং লাঞ্ছিতের প্রতিবাদে চট্টগ্রামে এক ঘন্টার কর্মবিরতি, মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
রোববার (১২ জুন) সকাল ১১টার দিকে চট্টগ্রাম কলেজ ও সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের মূল ফটকের সামনে এ কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় চট্টগ্রামের সরকারি কলেজগুলোতে কোনো ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি এবং শিক্ষা সংশ্লিষ্ট কোনও দাফতরিক দায়িত্বও তারা পালন করেননি।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতি চট্টগ্রাম কলেজ ইউনিটের সম্পাদক ড. মুহাম্মদ রেজাউল হক বলেন, গফরগাঁও সরকারি কলেজ ও ময়মনসিংহে সংগঠিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন চট্টগ্রাম কলেজের ১৫০ জন শিক্ষক। সেইসঙ্গে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি।
বিসিএস সাধারণ শিক্ষা সমিতি মহসিন কলেজ ইউনিটের সম্পাদক মোহাম্মদ মুনতাসীর মোর্শেদ বলেন, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণের অংশীদার হিসেবে ভূমিকা রাখছেন। সেই ভূমিকায় বাধা সৃষ্টি করছে কিছু দুষ্কৃতকারী। অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে প্রশাসনকে অনুরোধ জানান তিনি।
উল্লেখ্য, ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজের ঘটনায় প্রথমে সাধারণ ডায়েরি ও পরবর্তীতে মামলা দায়ের করা হয়।
বিএনএনিউজ২৪.কম/এনএএম