বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে জঙ্গি সংগঠন আনসারউল্লাহ বাংলা টিমের আইটি বিশেষজ্ঞ সাখাওয়াত আলী লালু (৪০)কে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। শুক্রবার (১১ জুন) বিকেলে নগরীর দক্ষিণ খুলশী থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি নগরীর দামপাড়া এম এম আলী সড়কের বাসিন্দা শেখ মো. শমসের আলীর ছেলে।
সিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগের উপ-পরিদর্শক (এসআই) রাছিব খান শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাকে আদালতে চালান দেয়া হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।
বিএনএনিউজ২৪/আমিন