17 C
আবহাওয়া
১২:০০ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » ইসরায়েলকে ‘অস্ত্র পাঠানো বন্ধ করুন’-অ্যামনেস্টি

ইসরায়েলকে ‘অস্ত্র পাঠানো বন্ধ করুন’-অ্যামনেস্টি

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউএস

বিশ্ব ডেস্ক: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউএস সব রাষ্ট্রের কাছে “অধিকৃত গাজা উপত্যকায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জন্য ইন্ধন জোগাচ্ছে” এমন  অস্ত্র ইসরায়েলে পাঠানো বন্ধ করার জন্য পুনরায় আহ্বান জানিয়েছে।

শনিবার(১১ মে) এক বিবৃতিতে এ আহবান জানানো হয়।

গাজায় মৃতের সংখ্যা ক্রমাগত বেড়ে যাওয়ায় এই মাসের শুরুতে অস্ত্র বিক্রি বন্ধ করার আহ্বান জানিয়ে বিশ্বজুড়ে অন্যান্য গোষ্ঠীর সাথে অধিকার সংস্থাটি যোগ দিয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইসরায়েলকে সবচেয়ে বড় সামরিক সহায়তা প্রদানকারী, বছরে প্রায় ৩.৮ বিলিয়ন ডলার পাঠায়। গত মাসে, মার্কিন যুক্তরাষ্ট্র অতিরিক্ত ১৭ বিলিয়ন ডলার সামরিক সহায়তা ঘোষণা করেছে কারণ ইসরায়েল গাজায় তার নিরলস আক্রমণ চালিয়ে যাচ্ছে, যেখানে প্রায় ৩৫হাজার মানুষ, বেশিরভাগ মহিলা এবং শিশু নিহত হয়েছে।

আরও পড়ুন : গাজায় গণকবর থেকে ৮০টি মৃতদেহ উদ্ধার

এসজিএন

Loading


শিরোনাম বিএনএ