20 C
আবহাওয়া
১০:৩৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » মিরসরাইয়ে শেয়ালের হামলায় হরিণের মৃত্যু

মিরসরাইয়ে শেয়ালের হামলায় হরিণের মৃত্যু

মিরসরাইয়ে শেয়ালের হামলায় হরিণের মৃত্যু

বিএনএ, মিরসরাই: মিরসরাই ইকোনমিক জোন এলাকা থেকে একটি মৃত হরিণ উদ্ধার করেছে মিরসরাই উপজেলা বনবিভাগ। ধারণা করা হচ্ছে শেয়ালের হামলায় হরিণটির মৃত্যু হয়েছে।

শুক্রবার (১২ মে) সকাল ১০টায় ইকোনমিক জোন শিল্প পুলিশ ফাঁড়ির পাশ থেকে মৃত হরিণটি উদ্ধার করা হয়েছে।

মিরসরাই উপকূলীয় বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা আব্দুল গফুর মোল্লা জানান, খবর পেয়ে হরিণটি উদ্ধার করে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে ময়নাতদন্তের জন্য। তবে প্রাথমিক সুরতহাল রিপোর্ট অনুযায়ী কোন হিংস্র প্রাণী হরিণটিকে শিকার করেছিল বলে ধারণা করা যাচ্ছে।

মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাকিরুল ফরিদ জানান, সুরতহাল অনুযায়ী অতিরিক্ত রক্তক্ষরণে হরিণের মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।

বিএনএনিউজ/আশরাফ উদ্দিন,বিএম

Loading


শিরোনাম বিএনএ