19 C
আবহাওয়া
১:২৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » লংগদুতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

লংগদুতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু


বিএনএ, রাঙামাটি : রাঙামাটির লংগদুতে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার(১২ এপ্রিল) সকালে মধুমা ছড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত শিশুটির নাম আমিরুল ইসলাম (৪)। সে স্থানীয় আলমগীর হোসেনের ছেলে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, লংগদুর বগাচত্তরের মধুয়াছড়া এলাকায় খেলা করার সময় শিশুটি পুকুরে পড়ে যায়। কোথাও দেখা না পেয়ে খোঁজ করলে পুকুরে তার মরদেহ পাওয়া যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইকবাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।

বিএনএ/ কাইমুল ইসলাম ছোটন, ওজি

Loading


শিরোনাম বিএনএ