19 C
আবহাওয়া
১:৩৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ডা. জাফরুল্লাহ চৌধুরীকে আর পাবেননা তার গ্রামবাসী

ডা. জাফরুল্লাহ চৌধুরীকে আর পাবেননা তার গ্রামবাসী

ডা. জাফরুল্লাহ চৌধুরীকে আর পাবেননা তার গ্রামবাসী

রাউজান (চট্টগ্রাম) : চট্টগ্রামের রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৭নং ওয়ার্ড কোয়পোড়া নুর মোহাম্মদ চৌধুরী বাড়ীর পুলিশ কর্মকর্তা মৃত মনজুর মোরশেদ চৌধুরী প্রকাশ ঠান্ডা মিয়া চৌধুরীর বড় পুত্র ডাঃ জাফরুল্লাহ চৌধুরী। তিনি শৈশব-কিশোরকালে ছিলেন ঢাকায়। পরে লন্ডনে গিয়ে লেখাপড়া করেন। ডা. জাফরুল্লাহ চৌধুরী মহান মুক্তিযুদ্ধের সময়ে লন্ডন থেকে ভারতে এসে প্রশিক্ষণ গ্রহণ করে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে এলাকাবাসী শোকাহত হয়ে পড়েন। ডা. জাফরুল্লাহর ভাই-বোনেরা ঢাকায় ও বিদেশে থাকেন। মঙ্গলবার (১১ এপ্রিল) রাতে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

কোয়পোড়া এলাকার বাসিন্দারা ডা. জাফরুল্লাহকে নিয়ে গর্ব করতেন। তার মতো দেশে আরেকজন জাফরুল্লাহ সৃষ্টি হবে না মনে করছেন এলাকার লোকজন। গ্রামের মানুষ পড়তে চান ডা. জাফরুল্লাহর নামাজে জানাজা। এজন্য এলাকাবাসীর পক্ষ থেকে তাঁর পরিবারকে অনুরোধ জানানো হচ্ছে।

৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিমুল হক বলেন, আমরা ডা. জাফরুল্লাহর মতো একজন ভালো মানুষকে হারিয়েছি। তিনি করোনাকালীন সময়ে এলাকার মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছেন। এছাড়াও বিভিন্ন সময় এলাকার মানুষকে যথাসাধ্য সহযোগিতা করতেন। ডা. জাফরুল্লাহ চৌধুরী বঙ্গবন্ধুর একজন কাছের মানুষ ছিলেন। তিনি গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করে ছিলেন। দেশে চিকিৎসা ক্ষেত্রে ডা.জাফরুল্লাহর অনেক অবদান রয়েছে। তার মতো আরেকজন সৃষ্টি হবেনা। আমরা তাকে নিয়ে গর্বিত। এলাকায় তার লাশ এনে জানাজা পড়তে চান গ্রামের মানুষ। এ বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হয়েছে। তারা সিদ্ধান্ত নেবেন।

ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর ভাতিজা ইলিয়াছ চৌধুরী বাচ্চু বলেন, ডাঃ জাফরুল্লাহ চৌধুরীর পৈত্রিক বসতভিটা সম্পত্তি তার বোন নাসরিন চৌধুরীকে দান করে দিয়েছেন। গত কয়েক মাস পূর্বে গ্রামের বাড়ি রাউজানের কোয়পোড়া এসে ঘুরে যায় ডা. জাফরুল্লাহ চৌধুরী।

মঙ্গলবার (১১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টায় ডা. জাফরুল্লাহ চৌধুরী রাজধানীর ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

উল্লেখ্য, ডা. জাফরুল্লাহর জন্ম ১৯৪১ সালের ২৭ ডিসেম্বর চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৭নং ওয়ার্ড কোয়পোড়া গ্রামের নুর মোহাম্মদ চৌধুরী বাড়িতে। পিতা-মাতার ১০ সন্তানের মধ্যে তিনি সবার বড়।

বিএনএনিউজ/শফিউল আলম,বিএম

Loading


শিরোনাম বিএনএ