18 C
আবহাওয়া
৮:৪৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » সিনেমা পাড়ায় শাকিব ও সিয়ামের লড়াই

সিনেমা পাড়ায় শাকিব ও সিয়ামের লড়াই

সিনেমা পাড়ায় শাকিব ও সিয়ামের লড়াই

বিএনএ,বিনোদন : ঈদুল ফিতরে সিনেমা পাড়ায় শাকিব ও সিয়ামের লড়াই এরইমধ্যে আসছে ঈদকে কেন্দ্র করে বেশ কয়েকটি সিনেমা মুক্তির তোড়জোর শুরু হয়েছে। আসছে ঈদুল ফিতরকে সামনে রেখে সিনেমার প্রযোজকরা তাদের সিনেমা মুক্তি দেয়ার জন্য রোজা শুরুর আগে থেকেই কাজ করছেন। সিনেমা মুক্তির দৌড়ে শাকিব খান অভিনিত দুইটি সিনেমা গলুই, বিদ্রোহী, অপরদিকে সিয়াম অভিনীত সান। তবে এখনও ঈদে মুক্তির জন্য অনুমতি নেয়া সিনেমার সংখ্যা চার, যার মধ্যে ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের দুই আর চিত্রনায়ক সিয়াম আহমেদের দুইটি সিনেমা।

এবারের ঈদে মূলত শাকিব খানের দুই সিনেমা গলুই, বিদ্রোহী নিয়ে আলোচনা হচ্ছে বেশি, কারণ গলুই সিনেমাটি সরকারি অনুদানের, খোরশেদ আলম খসরু প্রযোজিত এস এ হক অলিক পরিচালিত গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্প নির্মিত সরকারি অনুদানের ‘গলুই’, অন্যদিকে বিদ্রোহী সিনেমাটি শাপলা মিডিয়ার সেলিম খান প্রযোজিত ।

বিদ্রোহী সিনেমাটি গল্প ভারতীয় একটি সিনেমার থেকে নেয়া হয়েছে যার সাথে শাকিব খানের একটা সংলাপে জাতির জনক বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে মৌলিক গল্প বলা হচ্ছে।

চিত্রনায়ক সিয়াম আহমেদের দুটি সিনেমা। ‘শান’ ও ‘পাপ-পূণ্য’ শিরোনামের সিনেমা দুটিতে ভিন্ন ভিন্ন সিয়ামকে দেখতে পাবে দর্শকরা। নতুন এই সিনেমাগুলো তাদের প্রত্যাশা কতটা পূরণ করবে এমন প্রশ্নের জবাবে সিয়াম বলেন, ‘আমরা দর্শকদের জন্যই অভিনয় করি। তাছাড়া আমি কিন্তু শুরু থেকেই নিজেকে ভিন্ন ভিন্ন লুকে উপস্থাপন করছি। চেষ্টা করি চরিত্রটির গভীরে ঢোকার। এই দুটি চলচ্চিত্রের গল্প-চরিত্রও আলাদা। অনেক পরিশ্রম আর যত্ন নিয়ে কাজগুলো করা হয়েছে। বাকিটা সিনেমাগুলো মুক্তির পর দর্শকরা বলবেন। তবে আমার বিশ্বাস নিরাশ হতে হবে না তাদের।

এদিকে ঘোষণা দিয়েও আসন্ন ঈদুল ফিতরে মুক্তির মিছিল থেকে সরে দাঁড়িয়েছে তারকাবহুল ‘পাপ-পুণ্য’ সিনেমা। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির অফিস সচিব সৌমেন রায় বাবু বিএনএ অনলাইনকে জানিয়েছেন, “ঈদে মুক্তির জন্য আবেদন করেছে ‘বিদ্রোহী’, ‘শান’, ‘গলুই’ ও ‘বড্ড ভালোবাসি’। ঈদে চাইলে আরও বেশি সিনেমা মুক্তি দেওয়া যেতে পারে। এমনও হতে পারে, এই চার সিনেমার মধ্যে কোনও একটা সরে যেতে পারে।” এবারের ঈদে শাকিব খান অভিনীত ‘গলুই’ ও ‘বিদ্রোহী’ সিনেমা মুক্তি সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরু বিএনএ অনলাইনকে জানিয়েছেন, ‘এরই মধ্যে আমাদের ৪০টির মতো হলের সঙ্গে মৌখিক কথা হয়েছে। দ্রুতই চূড়ান্ত হবে। এর আগে একাধিকবার মুক্তির তারিখ পেছানো শাকিবের ‘বিদ্রোহী’ সিনেমা এবারের ঈদে মুক্তি পাচ্ছে।

সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার হেড অব প্রোডাকশন অপূর্ব রায় বিএনএ অনলাইনকে বলেন, ‘আজ পর্যন্ত আমাদের ৩৪ হল চূড়ান্ত; সংখ্যা আরও বাড়বে। অন্যদিকে, ১৫-২০টি সিনেমা হলে ঈদের জন্য বুকিং করেছে সিয়াম আহমেদের ‘শান’ সিনেমা। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান ফিল্মম্যান এন্টারটেইনমেন্ট জানিয়েছে, আগামী সপ্তাহে চূড়ান্ত তালিকা তারা জানাতে পারবে। অন্যদিকে ১৫ টি সিনেমা হলে ঈদের জন্য বুকিং করেছে ‘বড্ড ভালোবাসি’ সিনেমা ।

বিএনএ/রিপন রহমান

Loading


শিরোনাম বিএনএ
কোহলিকে জরিমানা অবৈধ বিদেশি নাগরিকদের ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জন করতে হবে বায়ুদূষণ থেকে রক্ষা পেতে Air Quality Index অনুসরণের আহ্বান অগ্নিকাণ্ডে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে ২ টি কমিটি গঠন শিক্ষার মান উন্নয়নে সবার সহযোগিতা অপরিহার্য-প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের ছাড় নেই- আসিফ মাহমুদ ত্রিপুরাদের বাড়িতে অগ্নিসংযোগকারী বেনজীরের গুন্ডাদের রেহাই নেই-পার্বত্য উপদেষ্টা জোরারগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক ও সম্মেলন সম্পন্ন রাজধানীতে নারীর মরদেহ উদ্ধার