29 C
আবহাওয়া
১২:২৬ অপরাহ্ণ - মে ৮, ২০২৪
Bnanews24.com
Home » আদালতে বিচারকের সামনে গলায় ছুরি চালালেন যুবক

আদালতে বিচারকের সামনে গলায় ছুরি চালালেন যুবক


বিএনএ, চট্টগ্রাম : ‘আমার কিছু কথা আছে’এমন বলে এজলাস কক্ষে ঢুকে বিচারকের সামনে গিয়ে বলে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক।সোমবার (১১ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমানের আদালতে এ ঘটনা ঘটে।

সিএমপির মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট লকারের পরিদর্শক আতিকুর রহমান বলেন, ‘আদালত চলাকালীন সময়ে এক যুবক কক্ষে ঢুকে একটি অপ্রীতিকর ঘটনা ঘটাতে চেয়েছিল। পরে উপস্থিত আইনজীবী ও অন্যদের সহযোগিতায় তাকে একটি ছুরিসহ আমরা হেফাজতে নিই। তাকে আপাতত লকাপে রাখা হয়েছে।’

তিনি আরও জানান, ‘ওই যুবকের নাম জাফর। তিনি নগরীর সদরঘাট থানা এলাকার বাসিন্দা।

জানা গেছে, আদালত চলাকালে হঠাৎ প্রবেশ করে একেবারে এজলাসের কাছাকাছি চলে যান ওই যুবক। তাৎক্ষণিক পকেট থেকে ছুরি বের করে নিজের গলায় ধরেন তিনি। বিচারককে বলতে থাকেন, ‘আমার কিছু কথা আছে।’ বিচারক বলেন, ‘তোমার কী কথা বলো?’ তখন ছুরি নিয়ে নিজের গলায় টান দেন জাফর। এতে গলায় একটু দাগ হলেও আঘাত বেশি লাগেনি। পরে আদালতে থাকা পুলিশ তাকে আটক করে হেফাজতে নেয়।

এ ঘটনায় সন্ধ্যায় কোতয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। আদালতের পেশকার হারুনুর রশিদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ