25 C
আবহাওয়া
৫:৫৭ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » মহাকাশে প্রথম আরব নারী পাঠাবে আমিরাত

মহাকাশে প্রথম আরব নারী পাঠাবে আমিরাত


বিএনএ, বিশ্ব ডেস্ক :সংযুক্ত আরব আমিরাত নভোচারী হিসাবে প্রশিক্ষণের জন্য প্রথম আরব মহিলাকে বেছে নিয়েছে। রোববার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

আমিরাতের নাগরিক ২৭ বছরের নোরা আল-মাতরুশি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করেছেন। তিনি বর্তমানে আবু ধাবির ন্যাশনাল পেট্রোলিয়াম কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করছেন। ২০২১ সালে তিনি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশচারী প্রার্থী ক্লাসে যোগ দেবেন।

আমিরাতের মহাকাশ প্রকল্পে মাতরুশি হবেন চতুর্থ সদস্য। এর আগে এই প্রকল্পে যোগ দিয়েছিলেন মোহাম্মদ আল-মুল্লা। এই চার জনের দলে আরও রয়েছেন মহাকাশে যাওয়া প্রথম আমিরাতি ব্যক্তি হাজ্জা আল-মানসুরি।

সংযুক্ত আরব আমিরাত তার বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত দক্ষতা বিকাশ করতে এবং তেলের উপর নির্ভরতা কমাতে মহাকাশ প্রকল্প ব্যবহার করছে।

আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ফেব্রুয়ারিতে মঙ্গলের কক্ষপথে পরীক্ষামূলকভাবে মহাকাশযান পাঠিয়েছিল। দেশটি ২০২৪ সালের মধ্যে চাঁদে যান পাঠাতে এবং ২১১৭ সালের মধ্যে একটি মঙ্গল গ্রহে বসবাস ব্যবস্থা গড়ে তোলার প্রকল্প হাতে নিয়েছে।

Loading


শিরোনাম বিএনএ