বিএনএ ডেস্ক:নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে হামলা, ভাঙচুর ও মহাসড়কে নাশকতা মামলার প্রধান আসামিসহ চারজনের প্রত্যেককে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১২ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ন কবীর শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন।
নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, বিকেলে চার আসামিকে আদালতে হাজির করে দুটি মামলায় প্রত্যেককে সাতদিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত শুনানি শেষে একটি মামলায় দুইদিন করে এবং অপর মামলায় একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
রোববার (১১ এপ্রিল) রাতে ঢাকার জুরাইন এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি সোনারগা উপজেলা খেলাফত মজলিশের সভাপতি ইকবাল হোসেন, উপজেলা হেফাজতে ইসলামের আমীর মহিউদ্দিন, সেক্রেটারি শাহজাহান ওরফে শিবলী, সহ-সভাপতি মোয়াজ্জেমকে গ্রেপ্তার করে র্যাব-১১ এর সদস্যরা। আজ সকালে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।