21 C
আবহাওয়া
৮:৪৩ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে পাইকারি বাজার পরিদর্শনে বাণিজ্য মন্ত্রণালয়ের টিম

চট্টগ্রামে পাইকারি বাজার পরিদর্শনে বাণিজ্য মন্ত্রণালয়ের টিম

চট্টগ্রামে পাইকারি বাজার পরিদর্শনে বাণিজ্য মন্ত্রণালয়ের টিম

বিএনএ,চট্টগ্রাম: রমজান মাসকে সামনে রেখে পণ্যের দাম নিয়ে কেউ যেনো কারসাজি করতে না পারে সেজন্য বাণিজ্য মন্ত্রণালয়ের দুইটি টিম বাজার পরিদর্শন করেছে। তারা দেশের বৃহত্তম পাইকারি ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ পরিদর্শন করেছেন। এ সময় তারা ব্যবসায়ীদের সতর্ক করে ন্যায্যমূল্যে ভোগ্যপণ্য বিক্রির নির্দেশ দেন।

সোমবার (১২ এপ্রিল) সকালে পরিদর্শনে যান এ দুটি টিম। তবে পরিদর্শনের বিষয়টি টের পেয়ে বেশকিছু ব্যবসায়ীকে দ্রুত মূল্যতালিকা টাঙাতে দেখা গেছে।

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিদপ্তরের চট্টগ্রামের সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান বলেন, আমারা আজ বাজার মনিটরিংয়ে এসেছি। চাহিদা ও যোগানের মধ্যে কোনো প্রকার অসামঞ্জস্য আছে কিনা সেটা দেখছি। এছাড়া রমজানকে সামনে রেখে কোনো পণ্যের দাম বাড়ছে কিনা সেটিও দেখা হচ্ছে। এখন পর্যন্ত কোনো পণ্যের মূল্য বৃদ্ধির বিষয়টি চোখে পড়েনি।

তিনি বলেন, ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে, খাতুনগঞ্জে যথেষ্ট পণ্য মজুদ আছে। কোনো পণ্যের দাম বাড়ার সুযোগ নেই। তবে সামনে পণ্যের দাম আরো কমতে পারে।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিদপ্তরের উপ-পরিচালক ফয়েজুল্লাহ, আরজেএসসির উপ-নিবন্ধক হারুনুর রশিদ, চা বোর্ডের উপ-পরিচালক মুনীর আহমেদ।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ