27 C
আবহাওয়া
১২:২৩ পূর্বাহ্ণ - মার্চ ১৩, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে নির্মাণ শ্রমিক খুনের মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রামে নির্মাণ শ্রমিক খুনের মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রামে নির্মাণ শ্রমিক খুনের মামলায় একজনের যাবজ্জীবন

বিএনএ, চট্টগ্রাম: দেড় দশক আগে চট্টগ্রাম নগরীতে এক নির্মাণ শ্রমিককে খুনের মামলার এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাকে ৫০ হাজার টাকা অথদণ্ড দিয়েছেন।

বুধবার (১২ মার্চ) চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আবদুর রহমান এ রায় দিয়েছেন বলে জানিয়েছেন অতিরিক্ত মহানগর পিপি আবুল কালাম আজাদ।

খুনের শিকার মঞ্জু মিয়া নগরীর বায়েজিদ বোস্তামি থানার চন্দ্রনগর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি নির্মাণ শ্রমিক সরবরাহকারী ঠিকাদার ছিলেন বলে মামলার নথিতে উল্লেখ আছে।

মঞ্জুকে খুনের দায়ে দণ্ডিত নজরুল ইসলামও নির্মাণ শ্রমিক সরবরাহের কাজ করতেন। তার সঙ্গে একই মামলায় আসামি হিসেবে থাকা সাহাবুদ্দিন সায়েম নামে একজনকে অপরাধ প্রমাণ না হওয়ায় বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মামলার নথি পর্যালোচনায় জানা গেছে, ২০১০ সালের ২৪ এপ্রিল রাতে বায়েজিদ বোস্তামি থানার চন্দ্রনগর এলাকায় জনৈক আরিফুর রহমানের প্লটে নির্মাণ কাজ করার সময় মঞ্জুকে শাবলসহ বিভিন্ন ভারী নির্মাণসামগ্রী দিয়ে উপর্যুপরি আঘাত করে খুন করা হয়। এ ঘটনায় তার স্ত্রী আছিয়া বেগমের দায়ের করা মামলায় উল্লেখ আছে, ওই প্লটে নির্মাণকাজের জন্য শ্রমিক সরবরাহকারী ঠিকাদার হিসেবে নিয়োজিত ছিলেন মঞ্জু মিয়া। একই প্লটে নজরুলকেও কাজ দেওয়া হয়েছিল। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়। এর জেরে মঞ্জুকে খুন করা হয়।

অতিরিক্ত মহানগর পিপি আবুল কালাম আজাদ জানান, আছিয়ার মামলা তদন্ত শেষে পুলিশ ২০১০ সালের ১৫ সেপ্টেম্বর আদালতে দুজনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগ গঠনের পর ১১ জনের সাক্ষ্য নিয়ে আদালত এ রায় দিয়েছেন। আদালত পলাতক আসামি নজরুলের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন।

বিএনএনিউজ/ নাবিদ

Loading


শিরোনাম বিএনএ