বিশ্ব ডেস্ক : পবিত্র রমজান মাসের দ্বিতীয় দিনে গাজায় ইসরায়েলি বাহিনী আবারও সাহায্যপ্রার্থীদের ওপর গুলি চালালে অন্তত নয়জন নিহত হয়েছে। ডাব্লুএইচও প্রধান বলেছেন যে একটি সাহায্য মিশন উত্তর গাজার আল-শিফা হাসপাতালে পৌঁছাতে সক্ষম হয়েছে, খাদ্য ও চিকিৎসা সরবরাহ নিয়ে এসেছে, যেমন স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে উত্তরে ২,০০০ চিকিৎসাকর্মী দুর্ভিক্ষের মুখোমুখি।
ইসরায়েল লেবানন-ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ১০০ কিলোমিটার (৬২ মাইল) দূরে লেবাননের বালবেকের আশেপাশে হামলা চালিয়েছে।
ইসরাইল অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে পশ্চিম তীরের উপাসকদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, কারণ রমজানের প্রথম দিনে ৩৫,০০০ জন প্রার্থনার জন্য জড়ো হয়।
৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৩১,০১৫ ফিলিস্তিনি নিহত এবং ৭২,৬৫৪ জন আহত হয়েছে। হামাসের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে সংশোধিত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৩৯ এবং কয়েক ডজনকে বন্দী রাখা হয়েছে।
বিএনএ,এসজিএন