26 C
আবহাওয়া
১২:৫৬ পূর্বাহ্ণ - এপ্রিল ৩০, ২০২৫
Bnanews24.com
Home » ববিতে সিসি টিভি ফুটেজ না দেয়ায় ছাত্রলীগের হামলার অভিযোগ

ববিতে সিসি টিভি ফুটেজ না দেয়ায় ছাত্রলীগের হামলার অভিযোগ


বিএনএ, ববি : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) দুই ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে দোকানের সিসি টিভি ফুটেজ না দেওয়ায় এক দোকান মালিকের ওপর হামলার অভিযোগ উঠেছে৷

শনিবার (১১মার্চ) বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে জিনিয়াস বিজনেস সেন্টারের কর্ণধার শাহ আলম মারধরের শিকার হন৷

সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, শনিবার বিকাল ৪টা ৩৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই কর্মী ইংরেজী বিভাগের ২০১৮-১৯ সেশনের তানজীদ মঞ্জু এবং শিহাব উদ্দিন রিফাত ঐ দোকানের মালিকে ওপর হামলা চালান।

মারধর ও লাঞ্ছনার শিকার শাহ আলম জানান, দুই ছাত্রলীগ কর্মী সন্ধায় আমার দোকান গিয়ে বাহিরের সিসি টিভি ফুটেজ চায় ৷ আমি বলেছি আমার দোকানের কোন বিষয় হলে সিসি টিভি ফুটেজ আপনাকে দেখাবো ৷ কিন্তু বাহিরের সিসি টিভি ফুটেজ দেয়া দন্ডনীয় অপরাধ ৷ সেজন্য আমি দিতে অপরাগতা প্রকাশ করি ৷ তারা আমার ওপরে ফ্রেমের অ্যালুমিনিয়াম ও স্টাপলারের মেশিনের স্টিলের হাতল দ্বারা এলোপাতাড়িভাবে আঘাত করে৷ আমি এর বিচার চাই।

মারধরের ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী ইংরেজি বিভাগের শিহাব উদ্দিন রিফাতের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে কোনো কথা বলতে চাই না। আমার কাল পরীক্ষা, আর আমি এ বিষয়েও কিছু জানি না।

আরেক অভিযুক্ত তানজীদ মঞ্জু বলেন, মারামারির তেমন কোন ঘটনা ঘটেনি। আমাদের মাঝে কথা কাটাকাটি হয়েছে। পরে আমি দোকানদারের কাছে মাফও চেয়েছি। কেন এমন করে সবাই আমার বিরুদ্ধে লেগেছে বুঝতে পারছি না।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম জানান, ঘটনা সম্পর্কে আমি কিছু জানিনা ৷ এটা ক্যাম্পাসের বাহিরের ঘটনা, সবথেকে ভালো ভুক্তভোগী আইনি ব্যবস্থা নেওয়া ৷

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মশিউর রহমান বলেন, ঘটনা আমরা জেনে ঘটনাস্থলে গেছিলাম ৷ ভিডিও ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে ৷ ভুক্তভোগী এখন পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের করেনি ৷ অভিযোগ পেলে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করবো।

উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কোনো সাংগঠনিক কমিটি নেই।

বিএনএনিউজ/রবিউল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ এখন আর আইএমএফ ও বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয়: অর্থ উপদেষ্টা সরকার দীপ্ত টিভির কার্যক্রম বন্ধ করেনি : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দেশে ফিরছেন খালেদা জিয়া: পররাষ্ট্র উপদেষ্টা পাকিস্তানে অস্ত্র পাঠানোর কথা অস্বীকার তুরস্কের মাওলানা রইসের রক্ত বৃথা যাবে না—বোয়ালখালীতে জনতার শপথ আদালত চত্বরে পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেলেন দুই আসামি এস আলমের স্টিল ও ব্যাগ কারখানা বিক্রি করবে ইসলামী ব্যাংক প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে কাজ চলছে: সিইসি চট্টগ্রামে পুকুর থেকে ভাসমান অজ্ঞাত মরদেহ উদ্ধার চট্টগ্রামে ব্যাটারিরিকশা চালকদের সমাবেশে পুলিশের বাধা, গ্রেপ্তার ৩