বিএনএ,জামালপুর: জামালপুরের মেলান্দহে আলোচিত ধর্ষক তামিম আহমেদ স্বপনকে গ্রেফতার করেছে র্যাব-১৪। ময়মনসিংহ(১২ মার্চ) থেকে র্যাব তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৪ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান।
জানা যায়, গত ১০ মার্চ জামালপুরের মেলান্দহের শাহজাতপুর গ্রামের আশামনি(১৪)কে চরবসন্ত গ্রামের খোকা মিয়ার ছেলে তামিম আহমেদ স্বপন খান জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষিতা আশা মনি(১৫)মালঞ্চ এম এ গফুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।ধর্ষণের পর ধর্ষক তামিম আহমেদ স্বপন খান ধর্ষনের ভিডিও সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে লজ্জার ভয়ে ঘটনার বর্ণনা দিয়ে ২টি চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আশা মনি। ১১ মার্চ শাহজাতপুর গ্রামের নিজ বাড়ী থেকে আশা মনির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে আশা মনির বাবা আবু মিয়া বাদী হয়ে ১১ মার্চ জামালপুরের মেলান্দহ থানায় একটি মামলা দায়ের করে। মামলার একমাত্র আসামী তামিম আহমেদ স্বপন।
মামলা দায়েরের ২৪ ঘন্টা পর ১২ মার্চ সকালে র্যাব-১৪ ময়মনসিংহ থেকে মামলার একমাত্র আসামী তামিম আহমেদ স্বপনকে গ্রেফতার করে।
বিএনএ/ এম শাহীন আল আমীন, ওজি