33 C
আবহাওয়া
১০:৫৩ অপরাহ্ণ - এপ্রিল ২৬, ২০২৪
Bnanews24.com
Home » বিএনপি চায় আজিজ মার্কা নির্বাচন কমিশন : হানিফ

বিএনপি চায় আজিজ মার্কা নির্বাচন কমিশন : হানিফ


বিএনএ, কুষ্টিয়া : আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি’র পছন্দ আজিজ মার্কা নির্বাচন কমিশন, যিনি ভুয়া  ভোটার বানিয়ে তাদেরকে রাষ্ট্র ক্ষমতায় বসাবেন। শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়ায় নিজ বাস ভবনে সাংবাদিকদের এ কথা বলেন।

হানিফ বলেন, এরকম কমিশনই তাদের পছন্দ। আর সে কারণেই বর্তমানে আইনসিদ্ধ যে কমিশন হচ্ছে তাতে সাড়া দিচ্ছে না।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই সরকারের অধীনে নির্বাচনে না যাওয়ার বক্তব্যের প্রেক্ষিতে হানিফ বলেন, বিএনপি মনে করে তাদের পছন্দসই নির্বাচন কমিশন গঠিত হবে।  সেই কমিশনের অধীনে নির্বাচন হবে যাতে তারা ক্ষমতায় বসতে পারে।

বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি নেতাদের মিথ্যাচার সামনে তুলে ধরে মাহবুব উল আলম হানিফ বলেন, বিদেশে নিয়ে চিকিৎসা না করালে তিনি নাকি বাঁচবেন না। এখন  তো বাসায় ঠিকই সুস্থ আছেন। আসলে বিএনপি মিথ্যাচার করে সব সময়ই জাতিকে বিভ্রান্ত করে আসছে।

পরে তিনি কুষ্টিয়া সরকারী মহিলা কলেজে নারী ব্যাড মিন্টন প্রতিযোগীতার উদ্ধোধন করেন।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম ও কলেজের অধ্যক্ষ, শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ