করোনা সংক্রমণ কমে এসেছে, ২১ ফেব্রুয়ারির পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলে কোনো সমস্যা হবে না। এমন মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে নিজ এলাকা মানিকগঞ্জে এক অনুষ্ঠানে এ কথা জানান মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। করোনা সংক্রমণ যেহেতু কমে এসেছে পাশাপাশি বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টিকার আওতায় এসেছে। তাই স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হতে পারে।
মন্ত্রী বলেন, এখনও যেসব শিক্ষক-শিক্ষার্থীরা টিকা নেয়নি তাদের দ্রুত তাদের টিকা নেয়া উচিত।
উল্লেখ্য, করোনা সংক্রমণ বাড়ায় গত ২১ জানুয়ারি থেকে বন্ধ আছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান । ছুটি চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।
বিএনএ/ আর