18 C
আবহাওয়া
১১:৫৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » রাঙ্গুনিয়ায় নদীতে মাছ ধরতে নেমে যুবকের মৃত্যু

রাঙ্গুনিয়ায় নদীতে মাছ ধরতে নেমে যুবকের মৃত্যু

রাঙ্গুনিয়ায় নদীতে মাছ ধরতে নেমে যুবকের মৃত্যু

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইছামতী নদীতে মাছ ধরতে নেমে মো. ইউনুছ (৪৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত ১০টায় উপজেলার দক্ষিণ রাজানগর খন্ডলিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

মো. ইউনুছ সন্দ্বীপ উপজেলার মো. শফির পুত্র। দীর্ঘদিন ধরে তিনি রাঙ্গুনিয়া দক্ষিণ রাজানগর ইউনিয়নের শ্বশুরবাড়িতে থাকতেন। পেশায় তিনি রিক্সা চালাতেন।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে মো. ইউনুছ ইছামতী নদীতে মাছ ধরতে নামে। এরপর থেকে তিনি নিখোঁজ হন।

স্থানীয় ইউপি সদস্য মো. ইউসুফ জানান, রিক্সাচালক ইউনুছ মাঝে মধ্যে রাতে ইছামতী নদীতে মাছ ধরতে নামেন। বৃহস্পতিবার রাত ৮টার দিকে একা মাছ ধরতে গিয়ে আর ফিরে না আসায় পরিবারের লোকজন খুঁজতে থাকে। এক পর্যায়ে তাকে নদীতে ভাসতে দেখা যায়। এ সময় তার সাথে থাকা মোবাইল, টাকা-সরঞ্জাম নদীর তীরে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে- মাছ ধরতে গিয়ে দুর্ঘটনাবশত নদীতে ডুবে তার মৃত্যু হয়েছে।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ