বিএনএ: শীতে কাপছে চুয়াডাঙ্গাসহ আশপাশের জেলা। মাঝারি শৈত্যপ্রবাহে জবুথবু হয়ে পড়েছে ওই এলাকার জনজীবন।
বৃহস্পতিবার সকাল ৯টায় এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এটি চলতি মৌসুমের এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা। সকাল থেকে বৃষ্টির মতো ঝরছে ঘন কুয়াশা। সারা দিনেও সূর্যের দেখা মেলেনি চুয়াডাঙ্গার আকাশে।
হিমেল হাওয়া আর শীতে কষ্টে পড়েছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। সময়মতো কাজে যেতে পারছেন না অনেকে। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে নিন্মবিত্ত মানুষদের।
চলমান শৈত্যপ্রবাহে থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। শীতে সকাল সকাল ব্যবসাপ্রতিষ্ঠান খুলতে পারছেন না ব্যবসায়ীরা। ব্যাংকগুলোতে অস্বাভাবিকভাবে কমেছে লেনদেন।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান বলেন, বৃহস্পতিবার সকাল ৯টায় এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এটি চলতি মৌসুমের এ জেলার সর্বনিম্ন তাপমাত্রা। এ নিয়ে চলতি জানুয়ারি মাসে চার দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলো চুয়াডাঙ্গায়। রকিবুল হাসান বলেন, এ মৌসুমে তাপমাত্রা আরও কমে গিয়ে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে।
বিএনএ/এ আর