21 C
আবহাওয়া
১২:৩৪ অপরাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » মাশরাফির টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুলতান একাদশ

মাশরাফির টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুলতান একাদশ

মাশরাফির টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সুলতান একাদশ

বিএনএ, স্পোর্টস ডেস্ক : মাশরাফি বিন মোর্ত্তজার ব্যবস্থাপনায় নড়াইলে অনুষ্ঠিত হলো বিজয় দিবস বঙ্গবন্ধু টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। মঙ্গলবার (১২ জানুয়ারি) ফাইনালে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এসএম সুলতান একাদশ।

নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান করে সুলতান একাদশ। জবাবে, ৭ উইকেটে ১৩৭ রান তোলে নূর মোহাম্মদ একাদশ।

খেলা শেষে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুরস্কার বিতরণ করেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। চ্যাম্পিয়ন দলকে তিন লাখ টাকা ও ট্রফি এবং রানার্সআপ দলকে দুই লাখ টাকা ও ট্রফি দেওয়া হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসন থেকে নির্বাচিত এমপি মাশরাফি মুর্তজা, বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক শেখ নাজমুল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস।

টুর্নামেন্টে পাঁচটি দল অংশ নেয়। মাশরাফির নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ, বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান, চারণকবি বিজয় সরকার এবং জারিশিল্পী মোসলেম উদ্দিনের নামে দলগুলোর নামকরণ করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ