18 C
আবহাওয়া
৩:২৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » মামলা প্রত্যহারের আহ্বান তাপসের

মামলা প্রত্যহারের আহ্বান তাপসের

মামলা প্রত্যহারের আহ্বান তাপসের

বিএনএ, ঢাকা : সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির বক্তব্য দেওয়ার অভিযোগে করা দুই মামলা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (১২ জানুয়ারি) নগর ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ফজলে নূর তাপস।

তাপস বলেন, আমি অনুরোধ করবো যে দু’জন আইনজীবী মামলা করেছেন আপনারা মামলা দুটি প্রত্যাহার করে নিবেন। এ মামলার সাথে তার কোন সম্পৃক্ততা নেই বলেও এ সময় তাপস উল্লেখ করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে নিয়ে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে মঙ্গলবার দুটি মামলা আবেদন করা হয়। মামলার দুটি করেন কাজী আনিসুর রহমান ও অ্যাডভোকেট মো. সারোয়ার আলম।

সারোয়ার আলম গণমাধ্যমকে বলেন, মেয়র শেখ ফজলে নূর তাপস সম্পর্কে ৯ জানুয়ারি সাঈদ খোকন মানহানিকর বক্তব্য দিয়েছেন, যা গণমাধ্যমে প্রচারিত হয়েছে। যে কারণে তিনি সংক্ষুব্ধ হয়ে সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।

উল্লেখ্য, গত শনিবার রাজধানীতে এক মানববন্ধনে সাঈদ খোকন বলেছেন, তাপস দক্ষিণ সিটি করপোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে স্থানান্তরিত করেছেন এবং শত শত কোটি টাকা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান বিনিয়োগ করার মাধ্যমে কোটি কোটি টাকা লাভ হিসেবে গ্রহণ করছেন।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ