16 C
আবহাওয়া
৯:৩৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » শ্রীলঙ্কার জালে গোল উৎসব করল ভুটানের মেয়েরা

শ্রীলঙ্কার জালে গোল উৎসব করল ভুটানের মেয়েরা

শ্রীলঙ্কার জালে গোল উৎসব করল ভুটানের মেয়রা

বিএনএ,স্পোর্টসডেস্ক : সাফ  অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে বড় জয় পেয়ছে ভুটানের মেয়রা। শনিবার(১১ ডিসেম্বর) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারিয়েছে তারা।

ম্যাচের ২১ তম মিনিটে পেমা ইয়াঙ্গম গোল করলে এগিয়ে যায় ভুটান । এর পরের মিনিটে আবারও পেমা গোল করে লিড দ্বিগুন করে। ম্যাচের ২৭ তম মিনিটে আবারও গোল হজম করে শ্রীলঙ্কার মেয়েরা। এবার গোলটি করেন শেরিং। বিরতির যাবার একটুু আগে সোমান লামো গোল করে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ভুটানের মেয়েরা।

বিরতি থেকে মাঠে নেমে একের পর এক আক্রমণ চালাতে থাকে ভুটানের মেয়েরা। ৮৫ তম মিনিটে শ্রীলঙ্কার সেনাভিগে নিজদের জালে বল জড়িয়ে দিলে হার অনেকটা নিশ্চিত হয়ে যায় তাদের।

আগামি সোমবার বাংলাদেশের মেয়েদের বিপক্ষে মাঠে নামবে ভুটানের মেয়েরা।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ