বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের গফরগাঁও থেকে চার ট্রেনে করে ২০ হাজার নেতাকর্মী যুবলীগের সুবর্ণজয়ন্তীর যোগ দিয়েছেন।
শুক্রবার (১১ নভেম্বর) ভোররাত থেকে বেলা ১১ টা পর্যন্ত গফরগাঁও, মশাখালী, কাওরাঈদ রেলওয়ে স্টেশন থেকে নেতাকর্মীরা ট্রেনে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা করেন।
স্থানীয় সূত্র জানায়, ঢাকামুখী আন্তঃনগর যমুনা, যাত্রীবাহী কমিউটার, আন্তঃনগর ব্রহ্মপুত্র ও মেইল ট্রেন ভাওয়াল এক্সপ্রেস ট্রেনে করে উপজেলার ১৫ ইউনিয়ন এবং পৌর শহরের ৯ ওয়ার্ড থেকে ২০ হাজার নেতাকর্মী সমাবেশে যোগ দিতে যান। ভিড়ের কারণে ট্রেনের ছাঁদে উঠেও যাত্রা করে নেতাকর্মীরা।
উপজেলা যুবলীগের আহবায়ক সালাউদ্দিন পলাশ বলেন, এমপি ফাহমী গোলন্দাজ বাবেলের নেতৃত্বে আমরা ২০ হাজার নেতাকর্মী ঢাকায় যুবলীগের মহাসামাবেশে যোগ দিয়েছে। সকল নেতাকর্মীর ট্রেনের টিকিট ভাড়াসহ সকল খরচ বহন করবেন আমাদের সভাপতি।
এবিষয়ে এমপি ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, যুব মহাবেশ উপলক্ষে যুবলীগের নেতাকর্মীদের সংগঠিত করতে গত ১০ দিন যাবত উপজেলার ইউনিয়ন, ওয়ার্ড ভিত্তিক কমপক্ষে দেড় শতাধিক কর্মীসভা করা হয়েছে।
বিএনএনিউজ/হামিমুর রহমান/ এইচ.এম
Total Viewed and Shared : 156