31 C
আবহাওয়া
৬:৫৭ অপরাহ্ণ - জুন ২৬, ২০২৪
Bnanews24.com
Home » সিজেকেএস মুজিববর্ষ বিজয় দিবস ফুটবল টুর্ণামেন্ট শুরু ১৮ ডিসেম্বর

সিজেকেএস মুজিববর্ষ বিজয় দিবস ফুটবল টুর্ণামেন্ট শুরু ১৮ ডিসেম্বর

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার

বিএনএ, স্পোর্টস ডেস্ক: সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা এবং বাঙ্গালী জাতির অন্যতম সেরা অর্জন মহান বিজয় দিবসের সম্মানার্থে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও সিজেকেএস ফুটবল কমিটির ব্যবস্থাপনায় আগামী ১৮ই ডিসেম্বর ২০২১ থেকে চট্টগ্রাম এম.এ.আজিজ স্টেডিয়ামে সিজেকেএস বিজয় দিবস ফুটবল টুর্ণামেন্ট২০২১ইং শুভ উদ্ধোধন হবে।

সিজেকেএস মুজিববর্ষ সিডিএফএ আয়োজিত প্রিমিয়ার ফুটবল লীগ২০২১ইং এ অংশগ্রহনকারী চ্যাম্পিয়ন চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন,রানার্স আপ চট্টগ্রাম সিটি করর্পোরেশন একাদশ,৩য় স্থান অধিকারী কোয়ালিটি স্পোর্টস কøাব,৪র্থ স্থান চ.ব.ক ক্রীড়া সমিতি,৫ম স্থান অধিকারী মাদারবাড়ী উদয়ন সংঘ,৬ষ্ঠ স্থান অধিকারী চট্টগ্রাম মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র এই ৬টি দল নিয়ে উক্ত টুর্ণামেন্ট অনুষ্ঠিত হবে।অংশগ্রহনকারী প্রতিটি দলকে অংশগ্রহসন ফি বাবদ ১,০০,০০০/-(এক লক্ষ)টাকা করে ৬,০০,০০০/- (চয় লক্ষ) টকা প্রদান করা হবে। টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ নগদ প্রদান ২০০০০০/-(দুই লক্ষ)টাকা,রানার আপ দলকে ট্রফিসহ নগদ প্রদান ১০০০০০/-(এক লক্ষ)টাকা, সেমিফাইনালের বিজিত ২টি দলকে ৫০০০০২ = ১০০০০০/-(এক লক্ষ)টাকা করে প্রদান করাহবে।

টুর্ণামেন্টে প্রতিটি দল প্রতি খেলায় খেলা চলাকালীন সময়ে ৩(তিন)জন বিদেশী খেলোয়াড় অংশগ্রহন করাতে পারবে।প্রিমিয়ার ফুটবল লীগে অংশগ্রহনকারী সকল দলের তালিকাভুক্ত খেলোয়াড়রা নিজ দলের পক্ষে অংশগ্রহনে বাধ্য থাববে।প্রিমিয়ার লীগের অন্যান্য খেলোয়াড় এবং বাংলাদেশের নাগরিক যে কোন ফুটবলার মুক্ত খেলোয়াড় হিসেবে নিজ পছন্দনীয় দলের পক্ষে খেলতে পারবে।প্রেসরিলিজ।

বিএনএ ব্রেকিং নিউজ,জিএন

Loading


শিরোনাম বিএনএ