28 C
আবহাওয়া
১২:৫৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২৪, ২০২৩
Bnanews24.com
Home » ফাইনালে নিউজিল্যান্ড

ফাইনালে নিউজিল্যান্ড


বিএনএ, স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে এসে প্রথমবার ফাইনালে উঠল নিউজিল্যান্ড। বুধবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দল দুইটি মুখোমুখি হয়।

তবে জয়টা সহজ ছিল না নিউজিল্যান্ডের জন্য। ১৬৭ রানের জয়ের লক্ষে খেলতে নেমে ১৩ রানে দুই উইকেট হারিয়ে বসে কিউইরা। তখন অনেকে ভেবে বসেছিল এবারও ফাইনালে উঠা হচ্ছে না নিউজিল্যান্ডের। কিন্তু ওপেনার ড্যারেল মিচেলের দায়িত্বশীল ব্যাটিংয়ে নিশ্চিত হেরে যাওয়া ম্যাচে অবিশ্বাস্য জয় পায় নিউজিল্যান্ড। দলের জয়ে ৪৮ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় ৭৩ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মিচেল।

Total Viewed and Shared : 125 


শিরোনাম বিএনএ