16 C
আবহাওয়া
৪:৪০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » একদিনে হাসপাতালে ভর্তি আরও ২০৭ ডেঙ্গু রোগী

একদিনে হাসপাতালে ভর্তি আরও ২০৭ ডেঙ্গু রোগী

ডেঙ্গুরোগী

বিএনএ ঢাকা: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের হাসপাতালগুলোতে আরও ২০৭ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে শুধুমাত্র ঢাকাতেই ১৬২ জন। বিভিন্ন জেলায় ভর্তি হন ৪৫ জন।

আর একই সময়ে মারা গেছেন আরও ২ জন। এ নিয়ে এ নিয়ে এডিস মশাবাহিত জ্বরে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭৮ জনে।

সোমবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯৩৫ জন। তাদের মধ্যে ঢাকায় ৭৫৮ জন ও বিভাগীয় শহরের হাসপাতালগুলোতে ১৭৭ জন রোগী ভর্তি আছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২০ হাজার ৩৩৬ জন। তাদের মধ্যে ১৯ হাজার ৩২৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন বলে জানানো হয়।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ