23 C
আবহাওয়া
১০:৪৩ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » অভিনেতা ড. ইনামুল হক আর নেই

অভিনেতা ড. ইনামুল হক আর নেই

অভিনেতা ড. এনামুল হক

অভিনেতা ড. ইনামুল হক আর নেই।রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার(১১অক্টোবর) বিকেলে তিনি মৃত্যুবরণ করেন(ইন্না..রাজিউন)।

ইনামুল হক ছিলেন একজন অভিনেতা, লেখক, নাট্যকার ও শিক্ষক। তিনি দীর্ঘকাল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মৃত্যুকালে ড. ইনামুল হক স্ত্রী  বরেণ্য নাট্যজন লাকী ইনাম, দুই মেয়ে হৃদি হক আর প্রৈতি হককে রেখে গেছেন।

ইনামুল হকের জন্ম ফেনীর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৬৫ সালে প্রভাষক হিসেবে বুয়েটের রসায়ন বিভাগে যোগ দেন তিনি। পরে ১৯৭০, ১৯৭৯, এবং ১৯৮৭ সালে যথাক্রমে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক পদে উন্নীত হন।

তার ১৮টি নাটক বিভিন্ন নাট্যপত্রে, বিশেষ ম্যাগাজিনে এবং বই আকারে প্রকাশিত হয়েছে। ইনামুল হক-এর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে: নির্জন সৈকতে, গৃহবাসী, মুক্তিযুদ্ধ নাটকসমগ্র, স্ট্রিন্ডবার্গ এর দু’টো নাটক, মহাকালের ঘোর সওয়ার, বাংলা আমার বাংলা ইত্যাদি।
ড. ইনামুল হক ২০১২ সালে একুশে পদক ও ২০১৭ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন।সূত্র: উইকিপিডিয়া

বাংলা বিএনএনিউজ২৪, আর আর খান, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ