বিএনএ চট্টগ্রাম: বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র থেকে আনা দুটি অত্যাধুনিক বেল ফোর জিরো সেভেন জিএক্সআই হেলিকপ্টার। সেইসঙ্গে চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় স্থাপন করা হয়েছে আর্মি অ্যাভিয়েশন ফরোয়ার্ড বেইজ।
সোমবার (১১ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
সে সময় সেনাপ্রধান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহ করা অত্যাধুনিক বেল ফোর জিরো সেভেন জিএক্সআই হেলিকপ্টার দুইটি নবীন বৈমানিকদের প্রশিক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি আকাশ থেকে ভূমিতে অনুসন্ধান, পর্যবেক্ষণে কাজ করবে হেলিকপ্টার দুইটি। পাশাপাশি এই হেলিকপ্টারের মাধ্যমে দুর্গম এলাকায় চিকিৎসা সহায়তা, মিশন পরিচালনা ও সীমিত আকারে জরুরি রসদও সরবরাহ করা যাবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, যে কোনো ইস্যুতে বৃহত্তর চট্টগ্রাম স্ট্র্যাটেজিকভাবে গুরুত্বপূর্ণ হলেও এতো দিন এখানে সেনাবাহিনীর কোনো অ্যাভিয়েশন বেইজ এবং বিশেষায়িত কোনো হেলিকপ্টার ছিলনা। অথচ তিন পার্বত্য জেলার দুর্গম অঞ্চলে গুরুত্বপূর্ণ সব কাজ সেনাবাহিনীকে করতে হয়।
দেশের প্রত্যন্ত অঞ্চলে সেনা সদস্যদের সহায়তা দিতে চট্টগ্রাম ছাড়াও উত্তরের জনপদ লালমনিরহাটে আর্মি ফরোয়ার্ড বেইজ প্রতিষ্ঠা করা হয়েছে।
বিএনএনিউজ/আরকেসি